রবিবার ১৭ অক্টোবর ২০২১ - ২৩:১৯
ঈদে যাহরা উপলক্ষে মাহফিল

হাওজা / ঈদে যাহরা উপলক্ষে কেওটশাহ গ্রামে এক বিশাল খুশীর মাহফিলের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগানাহ জেলার অন্তর্গত কেউটশা গ্রামে ১০, ই রবিউল আওয়াল ঈদে যাহরা, ঈদে সুজা, ও যুগের ইমাম  (আঃ) এর ইমামতি মুকুট পরার দিন এবং বিশ্বনবী  (স:) ও খাদিজাতুল কুবরার বিবাহ  বার্ষিকী উপলক্ষে এক বিশাল খুশীর মাহফিলের আয়োজন করা হয়।  

উক্ত মাহফিলে  কবি হিসাবে ছিলেন জনাব তাকী আলী সাহেব, কবি মোজাফফর  হোসেন  সিন্টু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মাওলানা জয়নুল ইসলাম সাহেব (পেশ ইমাম কেউটশা)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha